বরিশালে একই পরিবারের ৩ জন হত্যার ঘটনায় আটক ২

ই-বার্তা ডেস্ক।।  বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের কুয়েত প্রবাসীর বাড়িতে তিনজন খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।  

আজ রবিবার সকালে মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) জাফর আহম্মদ।

এ মামলার বাদী নিহত মরিয়ম বেগমের ছেলে ও বাড়ির মালিক কুয়েত প্রবাসী আব্দুর রবের ভাই সুলতান মাহমুদ। এ মামলায় কোনো নামধারী আসামির কথা উল্লেখ করা হয়নি।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যেই ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে জাকির হোসেন (৩৫) ও তার সহযোগী জুয়েলকে (৩০) আটক এবং কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার সকালে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের কুয়েত প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭০), মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ ছিল হত্যাকারী আগে থেকেই ঘরের ভেতর অবস্থান করেছিল। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু