বরিশালে এনজিওর ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

ই- বার্তা ডেস্ক।।  বরিশালে এনজিওর ঋণের চাপে এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার রাতে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম খোকন বেপারী। তিনি কালকিনি উপজেলার ডাসার থানাধীণ দক্ষিণ ভাউতলী গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়ে নিহতের সহোদর ছোট ভাই রোকন বেপারী বলেন, আমার বড় ভাই খোকন বেপারী গত ৩০ বছর ধরে গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে চায়ের ব্যবসা করে আসছিলেন। ভাই ৪/৫টি এনজিওর কাছ থেকে অতিরিক্ত সুদে ঋণ নেন।

এতে খোকন ৫/৬ লাখ টাকার দেনায় জড়িয়ে পড়েন। ফলে এনজিওর সুদাসল টাকা পরিশোধ করতে না পারায় ওই এনজিওর প্রতিনিধি ও সুদী কারবারিরা ভাইকে চাপ দিচ্ছিলেন। এ কারণে শুক্রবার রাতে ভাই দোকানের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আত্নহত্যার ব্যাপারে গৌরনদী থানার এসআই আবুল বাশার জানান, এনজিওর ঋণের ও সুদী কারবারিদের সুদের টাকার চাপে খোকন বেপারী আত্মহত্যা করেছেন। রাত সাড়ে ১১টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই রোকন বেপারী বাদী হয়ে রাতেই থানায় একটি ইউডি মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য খোকনের মৃতদেহ শনিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ই- বারতা/ রেজওয়ানুল ইসলাম