বর্ণবাদের শিকার আর্চার, নিউজিল্যান্ড বোর্ডের দুঃখ প্রকাশ

ই-বার্তা ডেস্ক।।  ফুটবল মাঠে নিয়মিত ঘটলেও বর্ণবাদের সাথে ঠিক ভালোভাবে পরিচিত না ক্রিকেট বিশ্ব।  কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ইংল্যান্ড ক্রিকেটার জোফরা আর্চারের বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন।  

সোমবার মাউন্ট মাউনগানুই’রবে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিন আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন আর্চার। ওই সময় গ্যালারি থেকে এক দর্শক তাকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। ইংলিশ ক্রিকেটার নিজে সেই কথা শুনেছেন।

এর পর আর্চার টুইট করে লেখেন- নিজের দলকে বাঁচানোর জন্য আমি লড়াই করছিলাম। কিন্তু ওই বর্ণবৈষম্যমূলক ব্যঙ্গ উক্তি শুনে খুবই বিরক্ত হয়েছিলাম। ওই একজন দর্শক বাদ দিলে বাকিরা সবাই শান্ত ছিল। বার্মি আর্মিরা বরাবরের মতো ভালো ছিল। 

অপ্রীতিকর এ ঘটনার পর দুঃখ প্রকাশ করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে লিখেছেন- এদিন আর্চারকে গালাগাল শুনতে হয়েছে। এটি শোনার পর আমরা হতাশ হয়েছি। ইংল্যান্ড আমাদের প্রতিপক্ষ হতে পারে। তবে শত্রু নয়। স্বভাবতই বর্ণবৈষম্যমূলক মন্তব্য কাম্য নয়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু