বর্তমান সরকার আইনের শাসন বাস্তবায়ন করেছেঃ আইনমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জামায়াত ১৯৭১ সালে রাজনৈতিকভাবে দৃঢ় ও প্রকাশ্য অবস্থান নিয়ে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল। বর্তমান সরকার সব সময়ই আইনের শাসনে বিশ্বাসী। 

এই সরকার এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে।  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একাধিক মামলার রায়ে জামায়াত দল হিসেবে যুদ্ধাপরাধে জড়িত ছিল উল্লেখ করেছে। 

তিনি বলেন, দল হিসেবে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উপস্থাপন করার জন্য এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।  রবিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘দল হিসেবে জামায়াতের বিচার প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল আইনের সংশোধনী তৈরি করে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছিল।  প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে পুনরায় ওই সংশোধনী মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর উদ্যোগ নেয়া হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা যায়।  আইনি প্রক্রিয়ার মধ্যমেই বিষয়টি নিস্পত্তি করা হবে।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু