বলিউডের গুপ্তচর এখন বক্স অফিসের রাণী

ই-বার্তা।।  বলিপাড়ার গুপ্তচর এখন বক্স অফিসের রানি৷ ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল পরিচালক মেঘনা গুলজারের ‘রাজি’৷ সত্য ঘটনা অবলম্বনে হরিন্দর সিক্কার লেখা ‘কলিং সেহমত’ উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি৷

এক ভারতীয় গুপ্তচরের কঠিন জীবনের কাহিনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার চিত্রনাট্য৷ এ বছর ১১ মে মুক্তি পায় ছবিটি৷ মুক্তি পাওয়ার দু-তিন সপ্তাহের মধ্যেই ১০০ কোটি আয় করে নিয়েছে ‘রাজি’৷

তিন সপ্তাহে ‘রাজি’র টোটাল কালেকশন ১০১.৪৩ কোটি৷ যা এই ভিন্ন ধারার ছবির জন্য বেশ পজিটিভ দিক৷ এ বছর বলিউডের ১০০ কোটি মার্কের মধ্যে চার নম্বরে রয়েছে ‘রাজি’৷ প্রথমে রয়েছে ‘পদ্মাবত’, তারপর রয়েছে ‘বাঘি টু’ এবং তৃতীয় স্থানে ‘সোনু কি টিট্টু কি স্যুইটি’৷

বক্স অফিসে ছবিটির সাফল্যে মেঘনা জানিয়েছেন, “এতো তাড়াতাড়ি এরকম হিউজ আমাউন্ট আয় করবে তা ভাবতে পারিনি৷ ইনফ্যাক্ট ১০০ কোটি ক্রস করবে তিন সপ্তাহের মধ্যে সেটাও এখনও অবিশ্বাস্য লাগছে৷ আমি ভীষণ খুশি৷ ‘রাজি’র গোটা টিম এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ৷”

আলিয়া এবং ভিকি কৌশলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি৷ ”ওরা যে ছবিটি করতে রাজি হয়েছে সেটার জন্য আমি ভীষণই গ্রেটফুল৷ ‘সেহমত’ এবং ‘ইকবাল’র চরিত্রদুটি যেভাবে ওরা ফুটিয়ে তুলছে, তা অন্য কেউ করতে পারত বলে আমার মনে হয় না৷ ওদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি৷ ভালো অভিনেতা অভিনেত্রী হওয়ার সঙ্গে আলিয়া এবং ভিকি ভালো মানুষও৷ ওরা দু’জন ছবিটাকে আরও স্মরণীয় করে তুলেছে৷”