বলিভিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম দখলে নিয়েছে বিক্ষোভকারীরা

ই-বার্তা ডেস্ক।।  বলিভিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা শনিবার রাষ্ট্র পরিচালিত দু’টি গণমাধ্যম দখল করে সম্প্রচার বন্ধ করে দিয়েছে।  বিতর্কিত নির্বাচনের পর দেশটিতে এই চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।   

এ দুই গণমাধ্যমের পরিচালক ইভান মালদোনাদো বলেন, বিক্ষোভকারীরা বলিভিয়া টিভি এবং রেডিও পাটরিয়া নুয়েভায় প্রবেশ করে মোরালেস সরকারের স্বার্থে কাজ করার অভিযোগে কর্মচারীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে।

মালদোনাদো বলেন, ‘বাইরে সমবেত জনগণের লাগাতার হুমকির মুখে আমরা সেখান থেকে চলে আসতে বাধ্য হই।’

লাপেজের বলিভিয়া টিভি ও বেতার কেন্দ্র ভবন থেকে প্রায় ৪০ জন কর্মীকে চলে যেতে দেখা যায়। এ সময় প্রায় ৩শ’ জন পরস্পরের হাত ধরে চলতে চলতে বিক্ষোভকারীদের তিরস্কার করছিল।

গত মাসে অনুষ্ঠিত এক বিতর্কিত নির্বাচনে মোরালেস চতুর্থবারের মতো ক্ষমতায় আসার প্রতিবাদে আন্দোলনের এটি ছিল সর্বশেষ ধাক্কা।

এদিকে মোরালেস গণমাধ্যম দখলের কঠোর নিন্দা জানিয়ে টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, ‘তারা বলছে, তারা গণতন্ত্রের পক্ষে। কিন্তু তাদের আচরণ স্বৈরশাসকের মতো।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু