“বল উইকেটে পড়ার পর আধা আঙুল দেবে যাচ্ছিলো”

ই-বার্তা ডেস্ক।।    প্রথম দুই দিন বৃষ্টিতে ভিজে গেলেও তৃতীয় দিনে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউলজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলো তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের উইকেট নিয়ে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল বলেন, বিশ্বাস করবেন কি না জানি না, বল উইকেটে পড়ার পর আধা আঙুল দেবে যাচ্ছিল। উইকেটের ওপরটা এমনই নরম হয়ে ছিল। এমন উইকেটে আগে কখনও খেলেছি বলে মনে পড়ে না।

ওয়েলিংটন টেস্টের প্রথম দুইদিন ভেসে যায় বৃষ্টিতে। রোববার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৭৫ রান করার পরও ২১১ রানে অলআউট বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ রানে ২ উইকেট হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮ রান।

ওয়েলিংটনের ভেজা উইকেটে ব্যাটিং নিয়ে তামিম বলেন, ব্যাটিংয়ে নামার আগেই ঠিক করে নিয়েছিলাম, একটু মারার বল পেলেই মেরে দেব। কারণ এই উইকেটে শুধু টিকে থাকার চেষ্টা করে লাভ নেই। যেকোনো সময় একটা বল আমাকে খেয়ে দিতে পারে।

ই-বার্তা/ মাহারুশ হাসান