বাঁচাবে না আগ্নিদগ্ধ ফাইল, মোদীকে হুঁশিয়ারি রাহুলের

ই-বার্তা।।  শাস্ত্রীভবনে আগুন লাগা নিয়ে মোদীকে কথার আঘাত করতে ছাড়েননি রাহুল গান্ধী৷ বিদায়ী প্রধানমন্ত্রীকে তাঁর হুঁশিয়ারি, সামনেই বিচারের দিন৷ আগ্নিদগ্ধ ফাইল কোনওভাবেই আপনাকে বাঁচাতে পারবে না৷

মঙ্গলবার দিল্লির শাস্ত্রীভবনে আগুন লাগে৷ ভবনের সাত তলার এই আগুন পরে নিয়ন্ত্রণে চলে আসে৷ ওই বাড়িতে রয়েছে কেন্দ্রের আইন, তথ্য ও সম্প্রচার, মানব সম্পদ উন্নয়ন, পেট্রো কেমিক্যাল সহ কর্পোরেট বিষয়ক অফিসও৷

আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে৷ কিন্তু কংগ্রেস সভাপতির ট্যুইটেই ইঙ্গিত স্পষ্ট৷ এই আগ্নিকাণ্ডের পিছনে মোদী সরকারের অন্তর্ঘাত থাকতে পারে বলে মনে করছেন তারা৷ এদিন ট্যুইটারে তিনি লেখেন, মোদীজী আগ্নিদগ্ধ ফাইল আপনাকে বাঁচাতে পারবে না৷ আপনার বিচারের দিন সামনেই৷

এদিন বেলা বাড়তেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে আবারও প্রশ্ন তোলা হয়। কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠিয়ে তাঁর নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় প্রমাণ চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে রাহুলকে নোটিস পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক।

এই প্রথম নয়৷ এর আগে বিদেশী নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেস সভাপতির মনোনয়ন বাতিল করারও দাবি উঠেছিল। পরে অবশ্য সেই দাবি খারিজ হয়ে যায়৷ এই জন্য আমেঠিতে মনোনয়ন পেশের সময়ও পিছোতে হয় রাহুল গান্ধীকে৷

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নোটিসের প্রেক্ষিতে ভোটারদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছে কংগ্রেস৷ তাই কেন্দ্রীয় সরকারী দফতরে আগুন লাগতেই তা লুফে নেয় হাত শিবিরের প্রধান৷ নাশকতার ইঙ্গিত করে দায়ী করা হয় মোদী সরকারকে৷ মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

লোকসভা ভোটের এখনও বাকি রয়েছে তিন দফা৷ শাস্ত্রীভবনেই রয়েছে আইন মন্ত্রণালয়ের নানা প্রয়োজনীয় তথ্য৷ রাফায়েল থেকে অনিল আম্বানি নানা ইস্যুতে সরব কংগ্রেস৷ কংগ্রেস মনে করছে ফাইল পুড়ে গেলে তথ্য নষ্ট হয়ে যাবে৷ যা ইচ্ছে করে করছে মোদী সরকার৷ তাই ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই এই ট্যুইট রাহুল গান্ধীর৷