বাঁশখালীতে গুলি করে অটোরিক্সা চালককে হত্যা

ই-বার্তা ডেস্ক।।  সোমবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় গুলি করে এলাকার জনৈক ফরিদ আহমদের ছেলে শাহাব উদ্দীন (৩৫) নামে এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, “অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন শাহাব উদ্দীন। পথে তাকে কে বা কারা গুলি করে। গুরুতর আহত অবস্থায় শাহাবকে বাঁশখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “শাহাবের স্ত্রী জান্নাতুল নাঈম মৌখিকভাবে অভিযোগ করেছেন, জমি নিয়ে বিরোধের জেরে ফখরুদ্দিন নামে স্থানীয় এক যুবক তাকে গুলি করে খুন করেছে। আমরা এই অভিযোগ খতিয়ে দেখছি।“

উল্লেখ্য, শাহাব উদ্দীনের মরদেহ বাঁশখালী সদর হাসপাতাল থেকে পুলিশ নিজেদের জিম্মায় নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।