বাংলাদেশের বিপক্ষে হারের পর’ই বদলে গেছে ইংল্যান্ড ক্রিকেট

ই-বার্তা ডেস্ক।।   বাংলাদেশের বিপক্ষে হারের পর’ই বদলে গেছে ইংল্যান্ড ক্রিকেট। এমনটাই মনে করছেন ইন্ডিয়ান ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাষ্কার।

ভারতের এই কিংবদন্তী বলেন, ‘বিশ্বকাপের সবচেয়ে শক্ত ফেবারিট ইংল্যান্ড। টুর্নামেন্টটা তাদের দেশের মাটিতে হবে বলেই নয়, তারা আসলে ওয়ানডে ক্রিকেটের ধরণটাই পরিবর্তন করে ফেলেছে। ২০১৫ বিশ্বকাপের লিগপর্বে সম্ভবত বাংলাদেশের কাছে হেরেছিল দলটি। তারপর থেকে তারা নিজেদের খেলায় আমূল পরিবর্তন এনেছে। যেভাবে তারা খেলোয়াড় বাছাই করেছে, শক্তিশালী দল হিসেবেই গড়ে উঠেছে ইংল্যান্ড।’

ইংল্যান্ডের কন্ডিশনে টানা দুই বছর (২০১৭ এবং ২০১৮) খেলেছে ভারত। এটা তাদের জন্য বাড়তি সুবিধা হবে মনে করছেন গাভাস্কার।

তারপরও বিরাট কোহলির দলকে ফেবারিটদের তালিকায় এক নাম্বারে রাখতে নারাজ তিনি, ‘টানা দুই বছর খেলায় বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা কন্ডিশন সম্পর্কে অবগত থাকবে। তাদের অভিজ্ঞতা দিয়ে সম্ভবত ভারত বিশ্বকাপ জিততেও পারে। তবে আমার মনে হয়, সবচেয়ে বেশি ফেবারিট ইংল্যান্ড। তারপর আসবে ভারতের নাম।’

ই-বার্তা/ মাহারুশ হাসান