বাংলাদেশে পাঠিয়ে দেয়া বন্ধে সৌদি বন্দিশালায় অনশন

ই-বার্তা ডেস্ক।।   বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বন্ধে সৌদি আরবের একটি বন্দিশালায় রোহিঙ্গা বন্দীরা অনশন শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিডল ইস্ট আই। 

জেদ্দায় অবস্থিত সুমাইছি বন্দিশালার রোহিঙ্গা কয়েদিরা বলেছেন, গত মাসে বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় সৌদি আরব। এই পরিস্থিতিতে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ঠেকাতে অনশন করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

বন্দিশালা থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, অনশনকারী রোহিঙ্গা বন্দীরা তাঁদের জন্য বরাদ্দ প্রতিদিনের খাবার খেতে চাইছেন না। তাঁদের ফেরত দেওয়া খাবার মেঝেতে পড়ে আছে।

আরেক সূত্র জানিয়েছে, রোহিঙ্গা বন্দীরা তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান