বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়া

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।  বিশেষ করে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, মেশিনারিজসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার পেনাংয়ের বিশিষ্ট ব্যবসায়ী নূরলিজা অথমান।

নূরলিজা পেনাং রাজ্যের মালয় মহিলা চেম্বার অব কমার্সে সভাপতি অথমান গণমাধ্যম কর্মীদের বলেন, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে আন্তঃসম্পর্ক ও আন্তঃযোগাযোগ বাড়ানোর প্রক্রিয়া চলছে। 

বাংলাদেশে মালয়েশিয়া ব্যবসাযীদের বিনিয়োগ বিষয়ে কথা হয় পেনাং আইএমজিটি চেপ্টারের চেয়ারম্যান দাতু ফউজদি নাইমের সঙ্গে।  তিনি বলেন, মালয়েশিয়ার অগ্রগতিতে, বিশেষ করে নির্মাণশিল্প ও পাম চাষে বাংলাদেশের শ্রমিকদের অবদান প্রশংসনীয়।  উভয় দেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম যেমন- কমনওয়েলথ, ওআইসি ও ন্যামে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।  মালয়েশিয়া প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে গভীরভাবে পর্যবেক্ষণ করে।  বাংলাদেশ মধ্যম আয়ের দেশে ধাবিত হচ্ছে সেটাও আমরা পর্যবেক্ষণ করছি। 

বাংলাদেশে মালয়েশিয়ান ব্যবসায়ীদের আগ্রহের কথা জানতে চাইলে মালয়েশিযায় নিযুক্ত হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম বলেন,  বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।  বিনিয়োগে আকৃষ্ট করতে মালয়েশিয়া সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি।  তারা বাংলাদেশের বিনিয়োগের অনুকূল পরিবেশ দেখে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। 

হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।  বিনিয়োগকারীদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বিভন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।  মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে চাহিদা মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করবে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু