বাংলাদেশে বিলুপ্ত নীলগাইয়ের বংশ বৃদ্ধির সব স্বপ্ন ভেঙ্গে গেল

ই-বার্তা ডেস্ক।।  দিনাজপুরের জাতীয় উদ্যানে বিলুপ্ত প্রায় নীলগাই সঙ্গী পেয়েও এক অনাকাঙ্খিত ঘটনায় মারা গেল।  গত  শনিবার সন্ধ্যায়  নেটের সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পর পর কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করে।  কিন্তু  অনেক চেস্টার পর ও বাঁচানো গেলো নানীলগাইটিকে ।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ঠাকুরগা থেকে এলাকাবাসী উদ্ধার করে একটি দুর্লভ নারী নীলগাই। খবর পেয়ে স্থানীয় প্রশাসন নীলগাইটিকে উদ্ধারের পর দিনাজপুর সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে রামসাগর দীঘি জাতীয় উদ্যানে রাখা হয়।  এখানে দীর্ঘ সাড়ে ৪ মাস একাকিত্ব থাকার পর ৮ ফেব্রুয়ারি সঙ্গী পায় বিলুপ্তপ্রায় এ নীলগাইটি।

২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দাতে  ভারত থেকে আসা পুরুষ নীলগাইটি উদ্ধার করা হয়।  পরে ৮ ফেব্রুয়ারি সুস্থ করে পুরুষ নীলগাইটিকেও রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় রাখা হয়।  কিন্তু ৩৬দিন সংসারের পর ওই নারী নীলগাটিই মারা গেল।  ফলে বাংলাদেশে বিলুপ্ত নীলগাইয়ের বংশ বৃদ্ধির সব স্বপ্ন ভঙ্গে হয়ে গেল।  আর পুরুষ নীলগাইটি এবার আবার একা হয়ে গেল। 

ই-বার্তা / আরমান হোসেন পার্থ