বাংলাদেশে মুগ্ধ আফ্রিদি

ই-বার্তা ডেস্ক।।  বছর তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে নিয়মিতই খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।  এরই ধারাবাহিকতায় এবারের বঙ্গবন্ধু বিপিএলে খেলতে এসেছেন বুমবুমখ্যাত ক্রিকেটার।  

বিপিএলের সপ্তম আসরে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন আফ্রিদি। সেই লক্ষ্যে ঢাকার মাটিতে পা রেখেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

গেল মঙ্গলবার পাকিস্তান থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাক অলরাউন্ডার। পরে দলের সঙ্গে যোগ দিয়ে টুইট করেন ৪৪ বছর বয়সী ক্রিকেটার।

সেই বার্তায় আফ্রিদি বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য ঢাকায় ফিরে ভালো লাগছে। এখানকার খাবার দারুণ, ক্রিকেট আবেগপ্রবণ মানুষগুলোও অসাধারণ। রোমাঞ্চকর একটি বিপিএল আসরের জন্য মুখিয়ে আছি। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে বুধবার পর্দা উঠছে বিপিএলের সপ্তম আসরের। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু