বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে আকশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই

ই-বার্তা ডেস্ক।।  এবারের বিশ্বকাপে আতঙ্কের নাম বৃষ্টি। ইতোমধ্যে চারটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে বৃষ্টির কারণে। যার তিনটিতে টসই করা সম্ভব হয়নি। তবে আজকে বাংলাদেশের খেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। 

আজ সোমবার বাংলাদেশ ক্রিকেটভক্তদের জন্য সুখবর দিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া অফিস। টনটনে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। 

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকেই টনটনের আকাশে থাকবে উজ্জ্বল রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হবে। তবে এতে ভয় পাওয়ার কারণ নেই। কারণ বৃষ্টি হবে না। তাই আজ হাই স্কোরিং ম্যাচ হবে বলেই আশা করা হচ্ছে।

সব ঠিক থাকলে কাউন্টি গ্রাউন্ডে বিকাল ৩টায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টস হবে। আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে দুই দলের জয়টা জরুরি। 

এবারের বিশ্বকাপে দুই দলই এ পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে। চার ম্যাচে এক জয়, দুই পরাজয় ও একটিতে পয়েন্ট ভাগাভাগির সুবাদে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে তিন। আজকের ম্যাচে জয় পেলে বাংলাদেশ পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে চলে যাবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু