বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলঃ স্পিকার

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময় এবং রোল মডেল।  প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে জনগণ সরকারের ওপর আস্থা রেখেছে। জনগণের প্রত্যাশা পূরণে ও গণতন্ত্রকে আরও সুসংহত করতে একাদশ সংসদ গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।  

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।

পরে স্পিকার শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দেশের অন্যান্য অঞ্চলের কাছে শিবচরের উন্নয়ন একটি মডেল। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু