বাংলাদেশ এখন বিশ্বব্যাপী এক বিস্ময়ের নামঃ পাটমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন যে , ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবেই, কেউ আমাদের আটকাতে পারবে না। বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।’

আজ শুক্রবার (১৫ মার্চ) বি‌কে‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দ‌ক্ষিণপাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘নব্বই দশকের তুলনামূলক অচেনা বাংলাদেশ এখন বিশ্বব্যাপী এক বিস্ময়ের নাম। সম্ভাবনার দিগন্তে পতপত করে উড়ছে পতাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাধানে দেশের উন্নয়ন প্রকল্প একের পর এক পেখম মেলে দাঁড়িয়ে যাচ্ছে।’

বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা দে‌শের প্রধানমন্ত্রীর দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন ব‌লেই দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সফলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই সরকারের উন্নয়ন সম্পর্কে আমাদের জনগণকে জানাতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে জনসাধারণের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের যোগ্যতার জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের ছোট্ট এই দেশকে পৃথিবীর বুকে বারবার করেছে সম্মানিত। সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের হাতে হাত রেখে কাজ করে যেতে হবে।’

স্কুলটির ১০০ বছর পূ‌র্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম