বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ

ই-বার্তা ডেস্ক।।  ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সীমান্তে বিএসএফকে সতর্ক অবস্থায় রেখেছে ভারত।  ভারত ও বাংলাদেশ সীমান্তে সব রকম প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া হয়েছে।  ভারতীয় সরকারি বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন বিএসএফের একজন কর্মকর্তা।  

গত ১৪ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পালওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর কমপক্ষে ৪০ সদস্য নিহত হন।  ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ। এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করে ভারত।  কিন্তু ভারতের এ দাবি ভিত্তিহীন বলছে পাকিস্তান।  এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে।  কাশ্মিরের আকাশসীমায় লড়াইয়ে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। 

ওই কর্মকর্তা আরো বলেন, ভারত ও পাকিস্তান সীমান্তের উত্তেজনার সুযোগ নিতে যাতে কোনো দুর্বৃত্ত অথবা সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্ক রাখা হয়েছে।  

বুধবার ভারত ও পাকিস্তান উভয়েই দাবি করেছে তারা পরস্পরের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তান বলেছে, তারা ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলটকে আটক করেছে।  ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এবারই প্রথম ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের ভিতরে গিয়ে হামলা চালায়। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু