বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে তিন দফা রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে পরপর তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে।(২১ জানুয়ারি) রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

রকেট হামলার পরপরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ২৭টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এখন পর্যন্ত ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।