বাজার দখলের জন্য ভারতীয়দের মিস ওয়ার্ল্ড জেতায় কোম্পানিগুলো!

ই-বার্তা ।।  ইন্টারনেট বক্তব্যের পর এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা সম্পর্কে বেফাঁস মন্তব্য করে আবার সমালোচনার শিরোমণি হয়ে উঠলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

বিশ্বসুন্দরী খেতাব সম্পর্কে তার বক্তব্যে ব্যবসার চিন্তা মাথায় রেখে শুধু বাজার দখলের জন্যই আন্তর্জাতিক প্রসাধনী প্রতিষ্ঠানগুলো ভারতীয়দের পাঁচবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা ঘোষণা করেছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার আগরতলায় তাঁতবিষয়ক একটি কর্মশালায় বক্তৃতা দেয়ার সময় বিপ্লব দেব এমন মন্তব্য করেন বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস ও এনডিটিভি।

ভারতীয় নারীদের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা বারবার জয়ী হওয়া সম্পর্কে তিনি বলেন, ‘যেই যায় তাকেই মুকুট পরিয়ে দেয়। এমনকি ডায়না হেইডেনকেও দিয়েছে।’

গত মাসে দেয়া তার ‘মহাভারতের যুগেও ভারতে ইন্টারনেট ছিল’ বক্তব্যটি ভারতসহ সারা বিশ্বেই হাস্যরসের সৃষ্টি করে।

বিপ্লব দেব এদিন বক্তৃতায় বলেন, ‘ঐশ্বরিয়া রাই আদর্শ ভারতীয় সুন্দরী, কিন্তু ডায়না হেইডেন তা নন।’ তার মতে, ভারতীয় সুন্দরীদের মধ্যে লক্ষ্মী ও সরস্বতীর ‘লক্ষণ’ থাকা প্রয়োজন যা ঐশ্বরিয়ার আছে, কিন্তু ডায়না হেইডেনের নেই।