বাবরি মসজিদের রায় নিয়ে কেউ মুখ খুলবেন নাঃ মমতা

ই-বার্তা ডেস্ক।।  বাবরি মসজিদ মামলার রায় নিয়ে মিডিয়ার সামনে দলের কোনো নেতাকে মুখ না খুলতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল ভবনে বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের বিধায়ক ও সাংসদদের এ ব্যাপারে গত বৃহস্পতিবার সতর্ক করেন তিনি। 

আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে ছয়টি গুরুত্বপূর্ণ মামলার রায় শোনাবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় ঐ দিন দলীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেন, ‘রায় কী হবে না হবে, জানি না। কিন্তু রায় বেরোলে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য দলের সবাইকে সতর্ক থাকতে বলেছি। শান্তি বজায় রাখতে বলেছি। আর সংবাদমাধ্যমকে এ বিষয়ে যা বলার, তা শুধু আমি বলব। আর কেউ বলবেন না। দলের সবাইকে তা জানিয়ে দিয়েছি।’

এদিকে বাড়তি নিরাপত্তার জন্য অযোধ্যায় মোতায়েন করা হয়েছে ১২ হাজার পুলিশ। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ গতকাল উত্তর প্রদেশের মুখ্য সচিব ও পুলিশপ্রধানকে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু