বাবরি মসজিদের রায় নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ৭৭ জনকে গ্রেফতার

ই-বার্তা ডেস্ক।।  ভারতের বাবরি মসজিদ মামলার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ার জেরে ৭৭ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।  

এএনআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে উত্তর প্রদেশের পুলিশ গত ২ দিনে রাজ্যজুড়ে ৩৪ টি মামলা দায়ের করে এবং ৭৭ জনকে গ্রেফতার করেছে।

উত্তর প্রদেশের পুলিশ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে ৮ হাজার ২৭৫ টি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত শনিবার ভারতের সুপ্রিম কোর্ট বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজি মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, বাবরি মসজিদের বিতর্কিত ওই জমি সরকার পরিচালিত একটি ট্রাস্টের হাতে তুলে দেয়া হবে এবং তারা সেখানে একটি রামমন্দির নির্মাণ করবেন। আর মসজিদ নির্মাণের জন্য শহরের অন্য কোনো জায়গায় মুসলমানদের ৫ একর জমি দেওয়া হবে। 

এই রায় নিয়ে মুসলিমদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন অনেক হিন্দু বিচারপতিও। ভারতের সাবেক এক বিচারপতি বলেছেন, কিসের ভিত্তিতে এই রায় দেওয়া হল আমি তা বুঝতে পারলাম না। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু