বামদের ডাকা হরতালে বিএনপির সমর্থন

ই- বার্তা ডেস্ক।।   গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম রাজনৈতিক দলগুলোর ডাকা ৭ জুলাইয়ের অর্ধবেলা হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে।

গতকাল শুক্রবার (০৫ জুলাই) বিকেলে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই সমর্থনের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। মূল্যবৃদ্ধিতে সর্বস্তরের জনগণ প্রতিক্রিয়া দেখিয়েছে। বামদলগুলো যে হরতাল আহবান করেছে তা অত্যন্ত যৌক্তিক। আমরা এতে নীতিগত সমর্থন দিচ্ছি।’

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ট্রেন বহরে গুলির ঘটনায় সম্প্রতি দেওয়া আদালতের রায়কে প্রতিহিংসা মূলক উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এ রায়ে বিএনপি বিক্ষুব্ধ হয়েছে। এ রায়ে আমরা উব্দিগ্ন। সে সময় যে ঘটনা ঘটেছিল, তা আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত এবং সাজানো।’

‘এ ঘটনায় বিএনপি নেতাদের ফাঁসানো হয়েছে। অভিযুক্তরা ন্যায় বিচার পায়নি। দলের পক্ষ থেকে অভিযুক্তদের সর্বোচ্চ আইনগত সহযোগিতা করা হবে’— জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য সরকারের মন্ত্রী মোস্তফা জব্বার যে বক্তব্য দিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সভায় সে বিষয়টি নিয়েও সমালোচনা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম