বার্গারের জন্য লাইনে দাড়ালেন বিল গেটস

ই-বার্তা ডেস্ক।।  বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস।  তিনি দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যেও একজন।  কিন্তু তিনি আর চার পাঁচটা সাধারণ মানুষের মত চলেন এবং নিয়ম মানতে পছন্দ করেন।

বিল গেটসের একটি ছবি গত মঙ্গলবার ফেসবুকে ছেড়ে দেন মাইক্রোসফটের সাবেক কর্মী মাইক গ্যালোস।  ছবিতে দেখা যায় লাইনে দাঁড়িয়ে আছেন বিল গেটস।  পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।  গ্যালোস জানিয়েছেন, ছবিটি তিনি রবিবার মাইক্রোসফটের সাবেক আরেক কর্মীর কাছ থেকে পেয়েছেন। 

ছবিতে দেখা যায়, বিল গেটসের পরনে সাধারণ ছিল সাধারন একটি সোয়েটার।  তিনি সেখানে বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।  তার সামনে দাঁড়িয়ে এক তরুণ।  কিন্তু তিনি নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে আছে।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, গত রবিবার ওয়াশিংটন শহরের ডিক্স ড্রাইভ নামের একটি দোকানে বার্গারের জন্য লাইনে দাঁড়ান বিল গেটস।  এই দোকানের সামনে ধৈর্য ধরে লাইনে দাড়িয়েছিলেন তিনি।  বিল গেটসের বার্গার খেতে সর্বোচ্চ খরচ হয়েছে ৭ দশমিক ৬৮ মার্কিন ডলার।

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু