বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা

ই-বার্তা ডেস্ক।।  জিরোনার বিপক্ষে অচেনা এক বার্সেলোনাকে মাঠে নামানোর খেসারত দিতে হয়েছে কোচ আর্নেস্তা ভালভার্দেকে।  হারিয়েছে কাতালান সুপার লাপের শিরোপা।  বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে জিরোনা।  যদিও এ ম্যাচে মেসি-সুয়ারেজসহ বিশ্রাম দেওয়া হয় দলের সেরা একাদশের প্রায় সব ফুটবলারকে।      

গতকাল বুধবার নোভা ক্রু আলটাতে ম্যাচে বল দখলে বার্সা এগিয়ে থেকে বার বার আক্রমণ করলেও শেষ হাসিটা হেসেছে জিরোনা।  প্রথামার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জিরোনার ক্রিস্টিয়ান স্তুয়ানি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।  প্রতিপক্ষের মিডফিল্ডার ভালেরি ফার্নান্দেস বার্সার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।  পরে সেখান থেকে ৬৯ মিনিটে গোলটি আদায় করে নেন উরুগুয়ের স্ট্রাইকার।  বাকি সময়ে দুই দল কোন গোলের দেখা না পেলে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয় জিরোনা।   

২০১৪ সাল থেকে এই ফরম্যাটের চার আসরের মধ্যে বার্সা দুটি শিরোপা জিতেছে।  আর এবারের জিরোনার আগে ২০১৬ সালে এসপানিওল ট্রফির উৎসব করেছিল। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু