বিআরটিএ কার্যালয়ে দালাল ছাড়া কোন কাজ হয় না

ই-বার্তা ডেস্ক ।।  দালাল ছাড়া সহজে কোনো সেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেছে রংপুরের হাল্কা যানবাহনের চালক ও মালিকরা।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর শহরের বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে একথা জানান তারা।

যানবাহনের লাইসেন্স, বীমা, ট্যাক্স ও ফিটনেস সার্টিফেকেটসহ রুট পারমিট এবং পুরানো লাইসেন্স নবায়ন করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলেও জানান তারা। এছাড়া, রাজশাহী ও চট্টগ্রামে সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন যানবাহনের চালক ও মালিকরা।

একজন ভুক্তভোগী বলেন, ‘৯টার দিকে এসে দেখি, সব বন্ধ হয়ে গেছে। আমাদের রোল নাম্বার পাচ্ছি না। পরে অনেক জোরাজুরির পর আমাদের রোল নাম্বার দিয়েছে।’ আরেকজন বলেন, ‘৯-১০ টা পর্যন্ত আমাদের সময় থাকে। আমরা এসে দেখি এগুলো সবগুলো ব্লক হয়ে গেছে।’

আরো একজন বলেন, ‘আমার পরীক্ষা মোটামুটি ভাল হয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম আমার রোল নাম্বার নেই।’

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া