‘বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতার বহিঃপ্রকাশ হচ্ছে’

ই- বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন যে, বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে এখন তার বহিঃপ্রকাশ হচ্ছে।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, কর্মীরা তাদের অফিসে তালা মেরে দিয়েছে। যারা নিজের অফিসে নিজেরা তালা মারে, তারা কীভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে বা সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য করবে?

তিনি আরও বলেন, এক এগারোর কুশীলবরা এখনও সক্রিয়। তারা এখনও বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার কায়েমের স্বপ্ন দেখে।

বক্তব্য-বিবৃতির পাশাপাশি নানা কর্মকাণ্ডে গণতান্ত্রিক সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এদের সঙ্গে অনেক ক্ষেত্রে বিএনপিও হাত মিলিয়েছে।

সেই কারণে ২০১৪ সালে নির্বাচন তারা বর্জন করে গণতন্ত্রের অভিযাত্রাকে প্রতিহত করার চেষ্টা করেছিল। ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েও অংশগ্রহণ করে নাই। কারণ তাদের উদ্দেশ্য ছিল, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম