বিএনপির জনসভায় লোকসমাগম দেখে ওবায়দুল কাদের ‘প্রলাপ’ বকছেনঃ রিজভী

ই-বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত রবিবার বিএনপির জনসভা নিয়ে বলেছিলেন, ‘তাদের সমাবেশের উপস্থিতি হতাশাজনক। এই উপস্থিতি দেখে মনে হয়েছে, জনগণ বিএনপির সঙ্গে নেই।’

 

এমনকি বিএনপির সমাবেশে কর্মীদের মধ্যে মারামারিও হয়েছিল দাবি করে তা নিয়েও কটাক্ষ করেছিলেন ক্ষমতাসীন দলের এই সিনিয়র নেতা।তার প্রতিক্রিয়ায় আজ সোমবার (১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির জনসভায় লোকসমাগম নিয়ে ওবায়দুল কাদের ‘প্রলাপ’ বকছেন।

 

ওবায়দুল কাদেরের কথার উত্তরে রিজভী বলেন, ‘এক কা-কা বলা ছাড়া আমার কিছু বলার নেই। এর উত্তরে নীরব হাসি ছাড়া আর কি বা বলতে পারি? ‘পথে পথে সরকারি আক্রমণ-বাধার মুখে পড়েও এত বিপুল মানুষের জনসভা দেখে তিনি হতাশ হয়ে মনের বিকারে প্রলাপ বকছেন।’প্রায় এক বছর পর রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে বিএনপি। এর মধ্যে তারা বেশ কয়েকবার সমাবেশ করতে চাইলেও পুলিশের অনুমতি পায়নি। তবে এবার ২২টি শর্তে বিএনপিকে অনুমতি দেয় ডিএমপি। দেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিপুল মানুষের সমাগম হয়েছিল এই সমাবেশে।

 

রিজভী বলেন, ‘রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা মহাসাগরে পরিণত হয়েছিল। চারদিক থেকে ধেয়ে আসা জনস্রোতে উদ্যানের বিশাল প্রান্তর কানায় কানায় পূর্ণ হয়েছিল। আশপাশের এলাকাতেও তিল ধারণের ঠাঁই ছিল না।’

 

‘রাষ্ট্রীয় কোষাগারের টাকা, বিপুল পরিমাণ চাঁদাবাজির অর্থ খরচ করেও ক্ষমতাসীনরা সমাবেশে মানুষ আনতে পারে না’ উল্লেখ করে রিজভী বলেন, ‘অথচ পথে পথে সরকারি দলের আক্রমণ-বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশে মানুষের ঢল নামে। আর এটি দেখেই হতাশ হয়েছে।’

 

 

 

ই-বার্তা / ডেস্ক