বিএনপির মানববন্ধন কর্মসূচি আজ

ই-বার্তা ডেস্ক।।  আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম সংসদ অধিবেশনকে ‘ভুয়া ভোটের সংসদ’ অভিহিত করে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিএনপি।

আজ সংসদ অধিবেশন বসছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছে দলটি।

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।

আওয়ামী লীগ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করেছে । তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করেছে, ‘অনিয়ম’ ও ‘ভোট কারচুপি’ করে জিতেছে ক্ষমতাসীনরা। একই সঙ্গে নতুন করে নির্বাচন দেয়ার দাবিও জানিয়েছে ঐক্যফ্রন্ট। বিএনপির বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নুরী আরা সাফা, সুলতানা আহমেদ প্রমুখ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম