বিএনপির রাজনীতি ভুলে ভরা: তোফায়েল আহমেদ

ই-বার্তা ডেস্ক ।।   আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপিকে উদ্দেশ্য করে  বলেছেন যে, এই দলটির রাজনীতি ভুলে ভরা।

আজ রোববার বিকালে রাজধানীর আসাদ গেট প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যে দলের চেয়ারম্যান দুর্নীতির দায়ে জেলে, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। সে লন্ডনে বসে টাকা নিয়ে দলীয় মনোনয়ন দেয়। যে দল স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীদের তাদের দলীয় প্রতীক ধানের শীষ দেয়; সেই দলের ওপর থেকে তো মানুষ তখনই মুখ ফিরিয়ে নেয়।

শহীদ আসাদের ৫০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ আসাদ ফাউণ্ডেশন এই সভার আয়োজন করে।

তোফায়েল আহমেদ সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে দাবি করে  বলেন, তারা (বিএনপি) ৩০০ আসনে ৮০০ জনকে দলীয় মনোনয়ন দিয়েছিল। যে টাকা বেশি দিয়েছে তাকেই বিএনপি তাদের দলীয় মনোনয়ন দিয়েছে। তারা তো জেতার জন্য নির্বাচন করে নাই। তারা (বিএনপি) আবার দলছুট নেতা ড. কামাল হোসেনের সঙ্গে ঐক্য করেছে।

তিনি আরও বলেন, ১৯৭০ সালে যেমন বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা এনেছিল। সেই ভাবে ৩০ ডিসেম্বর বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করেছেন। তাকে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, যে বাংলাদেশকে নিয়ে এক সময় সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করত। তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করত। সেই বাংলাদেশেকে আজকে বলা হয়- উন্নয়নের রোল মডেল।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. নুরুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শহীদ আসাদের বড় ভাই প্রকৌশলী এফ এম রশিদুজ্জামান প্রমুখ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম