বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার

ই- বার্তা ডেস্ক।।   বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার।

সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানান দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সূত্র জানায়, আগামী মার্চ মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদের তিন আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠক থেকে সম্ভাব্য প্রার্থীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। কারণ, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি।

আরও জানা গেছে, উপ-নির্বাচনে অংশ নেয়া ছাড়াও সিটি নির্বাচনের পর পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে ভোটের দিন নেতারা কেন কেন্দ্রে যায়নি তা বিশ্লেষণ করা হবে। ইতিমধ্যে এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছেন। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিশেষ করে আইনি বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।