বিএনপি ঠিকে আছে সাংবাদিকদের কল্যাণেঃহানিফ

ই-বার্তা ডেস্ক ।।  বিএনপি মিথ্যাবাদী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, ‘বিএনপির কাজ হচ্ছে সকাল বিকাল মিথ্যাচার করা। খুলনা সিটির নির্বাচন নিয়েও তারা মিথ্যাচার করছে। গতকালকের নির্বাচনে জনগণ বিএনপির প্রতি অনাস্থা দেখিয়ে প্রমাণ করেছে তারা আর দুর্নীতিবাজদের সঙ্গে নাই। এখন শুধুমাত্র সাংবাদিকদের কল্যাণে টিকে আছে এ দলটি।’

বুধবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

এর আগে খুলনা সিটির নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘খুলনা নির্বাচনে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে সরকার জনগণের চোখে ধুলা দিয়েছে। সরকার তাদের মতো করে গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে।’

‘সেটার প্রমাণ হয়েছে যখন আমরা সেখান থেকে খবর পাচ্ছি এক ধরনের আর সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে আরেক ধরনের। আবার অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হয়েছে ভিন্নভাবে। আসলে তারা আসল ঘটনা গণমাধ্যমে প্রচার করতে দেয়নি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যখন সংবাদ এলো ১টার পর একের পর এক কেন্দ্র দখল হয়েছে। তখন সিইসিকে ফোন করে বলি নির্বাচনে অনিয়মের কথা। তিনি আমাকে বলেন, আপনারা রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় দিন। কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।’

‘আমি যখন বললাম আমি আপনাকে সোর্স দিয়ে বলছি, তখন সিইসি বলেন কোনো টিভি চ্যানেলে দেখায়নি। তখন আমি সংবাদ মাধ্যমগুলোর নাম বললে তিনি বলেন আমি দেখছি। এখনো তিনি দেখছেন’ যোগ করেন তিনি।

বিএনপি এই অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি বলে জানান আওয়ামী লীগের এ সিনিয়র নেতা।

হানিফ বলেন, ‘উন্নয়ন আর অগ্রগতির পথে দেশের জনগণ, খুলনা সিটি নির্বাচনে যা প্রমাণ হয়ে গেছে। উৎসবের আমেজের মধ্য দিয়ে সেখানে নির্বাচন হয়েছে। কোথাও কোনো সংঘাত-বিরোধ দেখা দেয়নি। মিডিয়াতেও কোনো কারচুপি দেখা যায়নি। যে দুটি কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে নির্বাচন কমিশন সে দুটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে।’

‘আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে গতকালের নির্বাচনে জনগণ সে আভাসই দিচ্ছে। মালয়েশিয়ার মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশের উন্নয়ন চায় জনগণ। তাই তারা বলছে শেখ হাসিনার সরকার বার বার দরকার।’

‘মালয়েশিয়া নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার’ আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘দেশের জনগণ আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। দেশে শেখ হাসিনার পর আর কোনো আস্থা ভাজন ব্যক্তি নেই।’ গণমাধ্যমকর্মীদের উন্নয়নের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মামুন শেখের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতিয়ার রহমান দীপু প্রমুখ।