বিএনপি নেতাদের দাবি ও চিকিৎসকদের রিপোর্ট এক নয় : ওবায়দুল কাদের

ই- বার্তা ডেস্ক।।   সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে দলটির নেতাদের দাবি ও চিকিৎসকদের রিপোর্ট এক নয়।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  এ কথা বলেন।

বিএনপির নেতারা কারাবন্দী হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি জামিন পেলে বিদেশে চিকিৎসার জন্য যাবেন।

দুর্নীতির মামলায় কারাবন্দী খালেদা জিয়া জামিন পেলে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানা হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো ম্যাসেজ (নির্দেশনা) দেননি বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ব্যাপারে তারা (বিএনপি) যেটা চান সে বিষয়ে কোনো নির্দেশ পাইনি।’

জামিনের বিষয়ে কোনো সহযোগিতা করবেন কি না- জানতে চাইলে কাদের বলেন, ‘খালেদা জিয়াকে কারাগার থেকে বের করার জন্য বিএনপি আন্দোলনের কথা বললেও এখন পর্যন্ত তারা তা করতে পারেনি। আমি চাই তারা আন্দোলন করুক। আমি বলেছি তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক। এত বড় একটা দল, খালেদা জিয়ার জন্য রাজপথে কোনো আন্দোলন হলো না।’