বিএনপি নেতা বহিষ্কার

ই-বার্তা ডেস্ক ।।  দলীয় নির্দেশ অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মেজর (অব.) আবদুল্লাহ আল-মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মেজর মামুন বিএনপির সমর্থনে চৌহালী উপজেলার বর্তমান চেয়ারম্যান। গত বৃহস্পতিবার দুপুরে বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবে না- দলীয় এ সিদ্ধান্তকে অমান্য করে চৌহালী উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন জানান, বহিষ্কারের কোনো চিঠি আমি হাতে পাইনি। আর আমার তো কোনো দলীয় পদ নেই।

তবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বার বার নোটিশ করার পরও মেজর মামুন দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন। এ কারণে স্থানীয় বিএনপির সুপারিশে মেজর মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া