বিকাল পাঁচ টার মধ্যে ইজতেমা ময়দান ত্যাগ করার নির্দেশ

ই-বার্তা ডেস্ক।।  টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হয়েছে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।  প্রথম পর্বের অনুসারীদের ৬ ঘণ্টার মধ্যে ইজতেমা ময়দান খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

এ বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে জানান, বিকেল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করতে হবে এবং সে ব্যাপারে জোবায়ের পন্থীরা খালি করার সকল প্রক্রিয়া শুরু করেছে।

তিনি বলেন, ‘তাবলীগের দুই পক্ষকেই আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম যাতে কোনো পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে বক্তব্য না দেন।  এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ে যাকে কটাক্ষ না করেন।  সেই অনুযায়ী মাওলানা জোবায়ের অনুসারীরা বয়ান এবং ইজতেমার অভ্যন্তরে প্রতিপক্ষ গ্রুপকে কটাক্ষ বা উসকানিমূলক কোনো কথা বলেননি।  আশা করছি পরে যারা ইজতেমা পরিচালনা করবেন তাও নির্দেশনাগুলো মেনেই ইজতেমা শেষ করবেন।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, যেহেতু তাবলীগের অভ্যান্তরীণ সমস্যার জন্য ইজতেমা দুই পর্বে ভাগ করা হয়েছে।  সেহেতু এক গ্রুপেরটা শেষ হলে অন্য গ্রুপকে সুযোগ দিতে হবে।  কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না সেজন্য আলাদা আলাদা আখেরি মোনাজাতের ব্যবস্থাও করা হয়। 

তিনি বলেন, প্রথম পর্বের ইজতেমা পরিচালনা করেছেন মাওলানা জোবায়েরপন্থী অনুসারীরা।  ইজতেমা শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের ইসলাম।  তারা ইজতেমা ময়দান খালি করলে সাদপন্থীরা দ্বিতীয় পর্ব শুরু করবেন।  যতক্ষণ ময়দান খালি হবে না ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় পর্বের জন্য কাউকে প্রবেশ বা পরিচালনা করতে দেওয়া হবে না।  পুলিশসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করছে।  কোন অপ্রিতকর ঘটনা যাতে না ঘটে সে জন্য বিকাল ৫ টার ভেতর জোবায়ের পন্থীদের ময়দান ছেড়ে যেতে বলা হয়েছে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু