বিক্ষোভে উত্তাল রোকেয়া হল

ই-বার্তা।।  ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ চলছে। তারা এক ঘণ্টা ধরে ভোট দেয়া থেকে বিরত রয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে নির্বিকার হল প্রশাসন। ভেতর থেকে কাউকে বাইরে আসতে দেখা যায়নি।

এসময় শিক্ষার্থীরা ব্যালট পেপার ভর্তি তিনটি ট্রাঙ্ক নষ্ট করেছে। তাদের অভিযোগ জাল ভোট দেয়ার জন্য আলাদা করে রাখা হয়েছিল ব্যালট পেপার। তবে ছাত্রলীগের দাবি ভোট পন্ড করতে এসব ব্যালট পেপার নষ্ট করা হয়েছে।

এর আগে অন্যান্য হলে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এসময় একাধিক প্রার্থী অভিযোগ করে যে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

বাম জোট থেকে রোকেয়া হলের সাধারণ সম্পাদক প্রার্থী জিএস মুনিরা দিলশাদ ইরা গণমাধ্যমকে বলেন, ‘সকালে যখন ভোটগ্রহণ শুরু হয়, তখন আমরা ব্যালট বাক্স দেখতে চাইলেও দেখানো হয়নি। পরে আমরা বিক্ষোভ শুরু করলে ৯টার দিকে ব্যালট বাক্স দেখানো হয়। রোকেয়া হলে ব্যালট বাক্স থাকার কথা ৯টি। তবে আমাদের দেখানো হয়েছে ছয়টি।’

রোকেয়া হলে ভোটকেন্দ্র করা হয়েছে টিভি রুমে। সেখানে গণমাধ্যম কর্মীদের যেতে দেয়া হচ্ছে না। হল গেট থেকে বলা হচ্ছে এখন ভেতরে যাওয়া যাবে না।

ভোট দেরিতে শুরু করার কারণ সম্পর্কে রোকেয়া হলের প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার বলেন, কিছু জটিলতার কারণে নির্ধারিত সময়ে ভোট শুরু করা যায়নি। তবে কী ধরনের জটিলতা সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।