বিগ ব্যাশ চ্যাম্পিয়ন অ্যাডিলেড

প্রথমবার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল অ্যাডিলেড স্ট্রাইকার্স। হোবার্ট হ্যারিকেন্সকে ২৫ রানে হারিয়ে বিগ ব্যাশ শিরোপা ঘরে তুলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

ফাইনালের লড়াইয়ে রোববার অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন স্ট্রাইকার্সের দুই ওপেনার জ্যাক ওয়েদেরাল্ড ও অ্যালেক্স ক্যারি। দলীয় ৪১ রানে ক্যারি (১৮) ফিরলেও রানের গতি শ্লথ হয়নি। অধিনায়ক ট্রাভিস হেডকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর স্টিমরোলার চালান ওয়েদেরাল্ড। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৮১ বলে ১৪০ রানের ধ্বংসাত্মক জুটি।

সাজঘরে ফেরার আগে ৭০ বলে ৯ চার ৮ ছক্কায় ১১৫ রানের টর্নেডো ইনিংস খেলেন ওয়েদেরাল্ড। ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনারের পর কলিন ইনগ্রামকে নিয়ে ঝড় তোলেন হেড। শেষ পর্যন্ত অধিনায়কের ২৯ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০২ রান তোলে স্ট্রাইকার্স। ইনগ্রাম ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

হ্যারিকেন্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও জফরা আর্চার।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে টিম পেইনকে হারিয়ে হোঁচট খায় হ্যারিকেন্স। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক জর্জ বেইলির সঙ্গে ৬২ বলে ৮১ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান ডি আর্কি। দলীয় ৮৭ রানে ৩৩ বলে ৪৬ রান করে ফেরেন বেইলি। তখনও জয়ের আশা ছিল। তবে দলীয় ১৪৫ রানে ডি আর্কি ফিরলে শিরোপার স্বপ্ন ফিকে  যায় হ্যারিকেন্সের। ফেরার আগে ৪৪ বলে ৬ চার ৪ ছক্কায় ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৭ রানে থামে তাদের ইনিংস।

স্ট্রাইকার্সের হয়ে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন পিটার সিডল।

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়েদেরাল্ড। আর গোটা সিরিজে দুর্দান্ত খেলে সিরিজসেরা হয়েছেন হ্যারিকেন্সের হার্ডহিটার ডি আর্কি।