বিজিবি-বিএসএফ বৈঠক

ই-বার্তা ডেস্ক।।  ৩০ জানুয়ারি আগরতলায় বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্তে হত্যাসহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) কর্মকর্তারা। 

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাত। বিএসএফের পক্ষে ছিলেন তেলিয়ামুড়া ও পানিসাগর সেক্টরের ডিআইজি বেবি যোসেফ ও সিন্ধু কুমার।

সূত্র মতে, সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ টহল, সীমান্ত অপরাধ, অবৈধ প্রবেশ ও মাদক পাচারসহ যেসব সমস্যা রয়েছে-সেসব ‍বিষয়ে আলোচনা হয়েছে।  এছাড়া বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত খেলাধুলার মাধ্যমে মৈত্রী সম্পর্ক মজবুত করার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।

উভয় দেশের বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৈঠক ফলপ্রসু হয়েছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু