বিজেপির ইশতেহার জনবিচ্ছিন্নঃ রাহুল

ই-বার্তা ডেস্ক।।  এনডিটিভির এক খবরে বলা হয়েছে, বিজেপির ইশতেহারকে বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেসে সভাপতি রাহুল গান্ধী।  মঙ্গলবার এক টুইট বার্তায় এমন মন্তব্য করেন তিনি।  

সোমবার দিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে নির্বাচনী ইশতেহার ‘সংকল্প পত্র’ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেখানে  উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মতো শীর্ষ নেতারা।

৪৫ পাতার ইশতেহারে ‘নতুন ভারত’-এর জন্য ৭৫টি অঙ্গীকার নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন অমিত শাহ।

মোদি গতকাল বিরোধীদের কটাক্ষ করে বলেন, যারা এসি রুমে বসে দিন পার করে তাদের পক্ষে ভারতের দারিদ্র দূর করা সম্ভব নয়।  এর জবাবে রাহুল এমন পাল্টা জবাব দিলেন।

রাহুল তার টুইট বার্তায় বলেছেন, কংগ্রেসের ইশতেহার আলোচনা করে তৈরি করা হয়েছে।  ভারতীয় কোটি মানুষের কণ্ঠস্বর এটি যা বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালী।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু