বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরকারীদের এক বিন্দু ছাড় দেওয়া হবে নাঃ মমতা

ই-বার্তা ডেস্ক।।  কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে। আমরা এটা ছেড়ে দেব না।  ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব, শুনে রাখো বিজেপি।’ 

বিদ্যাসাগর কলেজে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ মমতা বলেন, ‘অমিত শাহ বাবু নাকি বিরাট নেতা।  তাঁর মুখ দেখলেই মানুষ ভয় পায়।  উত্তর কলকাতায় মিছিল করতে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড থেকে লোক এনেছেন।  অমিত শাহর মিছিল যেই শেষ হয়েছে, বিজেপির কিছু গুণ্ডা হাতে ডাণ্ডা নিয়ে বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে, ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙে দিয়েছে।  এটা নকশাল আমলেও ঘটেনি। এটা আমাদের লজ্জা।  আমরা এটা ছেড়ে দেব না।  ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব।’

মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে? যিনি নারী শিক্ষার প্রচলন করেছিলেন।  যিনি মানুষকে শিক্ষিত করেছিলেন।  বিজেপি মিছিল করার নামে বাইরের গুণ্ডা এনে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, আগুন লাগিয়েছে, দাঙ্গা বাধিয়েছে।  তাদের কোনো ক্ষমা নেই।  মমতা বলেন, এটা বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ।  বাংলার হেরিটেজের গায়ে হাত দিলে আমার থেকে ভয়ংকর কেউ নেই।’

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে কলকাতার বিদ্যাসাগর কলেজে মঙ্গলবার বিকালে যে তাণ্ডব চলে এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার যে ঘটনা ঘটে, তার জেরে দুটি এফআইআর দায়ের হয়েছে।  কলকাতার জোড়াসাঁকো থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু