বিদ্যুৎ বিল বকেয়া ৬৮৮২ কোটি টাকা

ই-বার্তা ডেস্ক।।  সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বাবুর লিখিত প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বর্তমানে সরকারি, আধা সরকারি/ বেসরকারি ও প্রাইভেট সংস্থায় বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৬ হাজার ৮৮২ কোটি ৯৫ লাখ টাকা। 

তিনি বলেন, এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ও রয়েছে।  গত বছর অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী সব চেয়ে বেশি বকেয়া রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে ৩২ হাজার ৩৪০ কোটি টাকা।  সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যে বিদ্যুৎ বিল বকেয়ার মধ্যে সবচেয়ে কম বকেয়া রয়েছে শিল্প মন্ত্রণালয়ে মাত্র ২ হাজার টাকা।

বিভিন্ন মন্ত্রলালয়ের মধ্যে বকেয়ায় দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বকেয়া ১৪২ কোটি ৪৮ লাখ, খাদ্য মন্ত্রণালয়ের বকেয়া ১২৮ কোটি ৩৯ লাখ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বকেয়া ৭৮ কোটি ১৬ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বকেয়া ৬২ কোটি ৫০ লাখ এবং ধর্ম মন্ত্রণালয়ের ৪৩ কোটি ১২ লাখ টাকা বকেয়া রয়েছে।  তিনি আরো বলেন, এসব বকেয়া বিল আদায়ে ট্রাক্সফোর্স গঠন করে অভিযান চালান হচ্ছে।  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।  সেই সাথে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া সরকারি সংস্থার কাছে ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা, আধা সরকারি/বেসরকারি সংস্থা ৭৬৩ কোটি ৯০ লাখ, প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে ৫ হাজার ৪৭৬ কোটি ৬ হাজার টাকা বকেয়া রয়েছে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু