বিনা খরচে নারী কর্মী নিচ্ছে লেবানন

ই-বার্তা ডেস্ক।।  বিনা খরচে বাংলাদেশ থেকে নারী কর্মী নিচ্ছে লেবানন।  শুক্রবার (২৯ মার্চ) দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব  ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারী কর্মীদের অভিবাসনে যাবতীয় খরচ স্পন্সর বহন করে থাকে বলে দেশটির বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে পুরুষ কর্মীদের অভিবাসনের জন্য ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হলেও নারী কর্মীদের জন্য কোনো টাকা লাগবে না।

ওই বিজ্ঞপ্তিতে দালালদের প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয়, যদি কোনো দালাল এর চেয়ে বেশি টাকা নেয় বা নিয়মের ব্যত্যয় ঘটায় তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।

ওই এজেন্সির বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ