বিপিএলে আটক ভারতীয় জুয়াড়ি

ই-বার্তা ডেস্ক।।  বিপিএলে জুয়াড়িদের তৎপরতা অনেক আগে থেকেই কম-বেশি ছিল। প্রায় প্রতি ম্যাচেই এবারের বিপিএলেও দেশি-বিদেশি জুয়াড়িদের তৎপরতা দেখা যাচ্ছে।  বিপিএলের প্রথম দুদিনেই পুলিশ আটক করেছে ১৫ জনকে। গতকালকে আটক করা হয়েছে আরও ৫ জনকে।

এ ৫জনের প্রত্যেকে ভারতীয়। এই পাঁচ ভারতীয়কে ৪ হাজার টাকা করে জরিমানা করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভ্রাম্যমাণ আদালত।  জুয়াড়িদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।  জুয়াড়িদের শাস্তির বিষয়ে তিনি সাংবাদিকদেরকে  বলেন, ‘আমরা আজ পাঁচজনকে আটক করেছি, এর মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক।  কাল আরেক ভারতীয় জুয়াড়িকে আটক করেছিলাম। প্রত্যেকের আর্থিক দণ্ডের পাশাপাশি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, জুয়াড়িদের পাশাপাশি আরও দুজনকে শাস্তি দেওয়া হয়েছে।  টাকা নিয়ে অবৈধভাবে স্টেডিয়ামে দর্শক ঢোকানোয় ১১ দিনের  কারাদন্ড দেওয়া হয় একজন বাংলাদেশিকে। অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু