বিপিএলে রংপুরের নেতৃত্ব দেবেন নবী

ই- বার্তা ডেস্ক।। আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের নেতৃত্ব দেবেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। দলটির ফেসবুক সুত্রে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই দীর্ঘ থেকে অবসর গ্রহণ করেছেন নবী। বর্তমানে দেশের হয়ে শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটেই অংশ নিচ্ছেন তিনি। যদিও বিশ্বব্যাপী আয়োজিত ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেই এখন নবী বেশি মনোযোগী।

বিপিএলেও নিয়মিত খেলে আসছেন নবী। এখানকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে এর আগে অবশ্য কখনো কোনো দলকে নেতৃত্ব দেননি এই আফগান তারকা। এবারই তিনি বিপিএলে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে চলেছেন।

তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া রংপুরের সফলতায় ভূমিকা রাখবে নবীর অভিজ্ঞতা। এবারের আসরের জন্য শাই হোপকে না পেয়ে আহমেদ শেহজাদকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে রেঞ্জার্স।

রংপুর রেঞ্জার্স দল :

দেশি : মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি, সঞ্জিত সাহা, মোহাম্মদ নবী, শাই হোপ, লুইস গ্রেগোরি, ক্যামেরন দেলপোর্ত