বিরোধীদলীয় নেতা হয়েই উপ-প্রধানমন্ত্রীর মর্যাদা চাইলেন এরশাদ

ই-বার্তা ডেস্ক।।  গত রোববার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহন করেন। বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে শপথ পাঠ করান জাতীয় পার্টির চেয়ারম্যানকে।

শপথ গ্রহন করেই সংসদের বিরোধীদলীয় নেতাকে উপ-প্রধানমন্ত্রীর পদমর্যাদা দেয়ার জন্য আইন প্রণয়ের দাবি জানান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমি সংসদে একটি আইন প্রণয়নের দাবি জানাব, যেন বিরোধীদলীয় নেতাকে ডেপুটি প্রাইম মিনিস্টারের মর্যাদা দেয়া হয়।

এরশাদ আরও বলেন, আমরা এবার সংসদীয় স্থায়ী কমিটিতে অধিকসংখ্যক সভাপতি চাইব। আমরা সংসদ থেকে ওয়াকআউট করব না। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে শক্তিশালী ভূমিকা রাখতে চাই। 

শপথ শেষে হুইল চেয়ারে এরশাদকে নিয়ে যাওয়া হয় সংসদের তৃতীয় তলায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে। আগের দশম জাতীয় সংসদে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করলেও এবার পার্টির চেয়ারম্যান হিসেবে এরশাদই এ দায়িত্ব পালন করবেন।

বিরোধীদলীয় উপনেতা হিসেবে থাকছেন এরশাদের ভাই ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, মেজর (অব.) খালেদ আখতার, ডা. মো. রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদ এবারের নির্বাচনে রংপুর-৩ আসন থেকে সদস্য নির্বাচিত হন।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম