বিশ্বকাপসহ যে সিরিজগুলো খেলতে পারছেনা সাকিব

 

দুই বছর আগে তিনটি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সেটি গোপন রাখার অভিযোগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি।
তবে অপরাধ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে। ফলে আগামী বছরের ২৯ অক্টোবর পুনরায় সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপসহ অনেক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করতে যাচ্ছেন সাকিব। জাতীয় দলের নিয়মিত এ তারকা ক্রিকেটারকে ছাড়াই আগামী ৩৬৫ দিন কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।

এসময় যেসব সিরিজ খেলা হবে না সাকিবের

*ভারত সফর: নভেম্বর, ২০১৯
*পাকিস্তান সফর: জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০ (সম্ভাব্য)
*অস্ট্রেলিয়া সিরিজ: ফেব্রুয়ারি, ২০২০
*জিম্বাবুয়ে সিরিজ: মার্চ, ২০২ঁড়
*আয়ারল্যান্ড সফর: মে-জুন, ২০২০
*শ্রীলঙ্কা সফর: জুলাই-আগস্ট, ২০২০
*নিউজিল্যান্ড সিরিজ: আগস্ট-সেপ্টেম্বর, ২০২০
*নিউজিল্যান্ড সফর: অক্টোবর, ২০২০
*টি-টোয়েন্টি বিশ্বকাপ: অক্টোবর, ২০২০

তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটি হতে যাচ্ছে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। আর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী বছরের ২৯ অক্টোবর। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দেয়ার একটা সম্ভাবনা থাকছে সাকিবের সামনে।