বিশ্বকাপের সময় পরিবার নিয়ে যেতে পারবেন মাশরাফিরা

ই-বার্তা ডেস্ক।।  বিশ্বকাপের প্রস্তুতি স্বরুপ আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজ খেলতে আগামী ১ মে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  এরপর বিশ্বকাপে মাঠে নামবে টাইগাররা।  গ্রুপ পর্ব পর্যন্ত খেললেও ৬৬ দিন দেশের বাহিরে থাকতে হবে মাশরাফি-সাকিবদের।  

কিন্তু এই দীর্ঘ সময়ে পরিবার ছাড়া থাকতে আপত্তি জানান তারা।  তাদের দাবি প্রেক্ষিতে সফরের পরের ভাগে স্ত্রী-ছেলেমেয়েদের সঙ্গে রাখতে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, চাইলে বিশ্বকাপের সময় পরিবার সঙ্গে রাখতে পারবেন খেলওয়াড়রা।  এতে আমাদের কোনো আপত্তি নেই।  বৈশ্বিক টুর্নামেন্টে খেলোয়াড়দের স্ত্রী-সন্তান নিয়ে যাওয়ার অনুমতি এখন আছে।  গেল বিশ্বকাপেও আমরা খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি।  এতে কোনো সমস্যা নেই।  

এদিকে আয়াল্যান্ডে সফরের পর দেশে ফিরতে চান ক্রিকেটাররা।  এ বিষয়ে তিনি বলেন, ত্রিদেশীয় সিরিজ শেষে হাতে চার-পাঁচ দিন সময় থাকবে।  এর মধ্যে দেশে ফিরে আবার ইংল্যান্ডে যাওয়া একটু বাড়তি ঝামেলা বটে।  তবে কেউ যদি আসতে চায় তা হলে বোর্ড পূর্ণ সহযোগিতা করবে। 

আগামী ৭ মে শুরু হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট।  সেখানে বাংলাদেশের সঙ্গে অপর দল ওয়েস্ট ইন্ডিজ।  সিরিজ শেষ হবে ১৭ মে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু