বিশ্বকাপের সেরা চারে খেলবে বাংলাদেশঃ আকশ চোপড়া

ই-বার্তা ডেস্ক।।  ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।  তার ইউটিউব চ্যানেলে বিশ্বকাপের দলগুলোর সম্ভাবনা নিয়ে বিশ্লেষণে এমন মন্তব্য করেছেন তিনি। 

আকাশ বলেছেন, ‘সেমিফাইনালে বাংলাদেশ হবে আমার চতুর্থ দল।  নিউজিল্যান্ডও অনেক লড়াই করবে এই স্থানের জন্য। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় পিছিয়ে থাকবে না।  তবে বাংলাদেশকে আমি এগিয়ে রাখব।’

ভিডিওতে আকাশ আলোচনা করেছেন বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং ও বোলিং দক্ষতা নিয়ে।  এছাড়া এক্স-ফ্যাক্টর হিসেবে আকাশ বলেছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর নাম।

তবে এই বিশ্লেষণে পাকিস্তানি সমর্থকের রোষানলে পড়েছেন আকাশ।  পাকিস্তানের বদলে বাংলাদেশকে সেমিফাইনালের জন্য এগিয়ে রাখাটা মেনে নিতে পারেনি এক সমর্থক।  টুইটারে আকাশকে বলেন, ‘এটা কী ধরনের ঠাট্টা বাংলাদেশ খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল!’

এমন টুইটের জবাবে রিটুইট করে আকাশ জানিয়ে দিয়েছেন কেন তিনি বাংলাদেশকে সেমিফাইনালের জন্য এগিয়ে রেখেছেন। আকাশ লেখেন, ‘বাংলাদেশকে নিয়ে আপনার হাসা উচিত নয়।  অস্ট্রেলিয়া বিশ্বকাপেও তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে।  গত বছর এশিয়া কাপেও ফাইনাল খেলেছে।  ওই দুই আসরে পাকিস্তান কী করেছে? অন্যদের সম্মান করতে শিখুন।  ভারতের পক্ষ থেকে আপনাদের শুভকামনা রইল।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু