বিশ্বকাপে এক টিকেটের মূল্য ১৬ লক্ষ টাকা

ই-বার্তা ডেস্ক।।    চলছে ২০১৯ সাল, বিশ্বকাপের বছর। অপেক্ষার শুধু ক্ষণ গণনার। এরপরই শুরু হবে ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠত্বের আসর  ক্রিকেট বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে অনেক আগে থেকেই টিকেট বিক্রির কার্যক্রম শুরু করেছে আইসিসি। তবে আইসিসি থেকে টিকেট কিনে বেশী দামে বিক্রি করছে একটি অনলাইন প্রতিষ্ঠান। যেখানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচের টিকেটের মূল্য সবচেয়ে বেশী। ১০৪ গুণ দামে যা বিক্রি হচ্ছে ১৬ লাখ টাকায়।

বিট্রিশ বাইলজে টিকেট হাতবদলের সুযোগ থাকলেও আইসিসির নিয়মে এই কাজ সম্পূর্ন বেআইনি। তাইতো এই খবরে চটেছে আইসিসি।তারা এসব ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বলে জানিয়ে আইসিসি বলেছে, ‘আমরা এইটা আমলে নিয়েছি। এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবো। দ্বিতীয় শ্রেণীর যেসব সাইট টিকিট বিক্রি করছে তাঁরা আমাদের শর্তাবলী লঙ্ঘন করছে। আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে দশটি দল অংশ নেবে। যারা প্রত্যেকেই একে অপরের মুখোমুখি হবে।

ই-বার্তা/ মাহারুশ হাসান