বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়লেন সাকিব

ই-বার্তা ডেস্ক।।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে ১২৪ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে অনন্য সব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। এদিন ওয়ানডে ক্যারিয়ারে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

বিশ্বকাপে মাত্র ২৫ ম্যাচ খেলে ৯২৪ রান সংগ্রহ করেছেন সাকিব। আর এই রান করার পথে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দেশের কিংবদন্তি ক্রিকেটারদের ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পাকিস্তানের সাঈদ আনোয়ার ২১ ম্যাচে বিশ্বকাপে ৯১৫ রান করেন। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২০ ম্যাচে ৯০৭ রান করেন। ইংল্যান্ডের গ্রাহাম গুচ ২১ ম্যাচে ৮৯৭ রান করেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ২৫ ম্যাচে ৮৮৮ রান করেছেন। ভারতের রাহুল দ্রাবিড় ২২ ম্যাচে ৮৬০ রান, বীরেন্দ্রর শেহবাগ ২২ ম্যাচে ৮৪৩ রান, এছাড়া আজহার উদ্দিন ৩০ ম্যাচে ৮২৬ রান করেন। তাদের প্রত্যেককে সোমবার ছাড়িয়ে যান সাকিব।

তবে বিশ্বকাপের ইতিহাসে ৪৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রান করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু